খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ ভিড় জমায়।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর