চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চকরিয়া প্রতিনিধি

৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম  শহিদুল ইসলাম। তিনি জানান, একটি ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, ইব্রাহিম একজন মানসিক প্রতিবন্ধী, ভবঘুরে জীবন যাপন করতেন। শুক্রবার রাতে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরির এক পর্যায়ে রেললাইনে এসে বসে পড়ন। ট্রেন আসলে ইব্রাহিম মনে করেছে সাধারণ কোন গাড়ি হবে হয়তো, তাই রেললাইন থেকে আর সরে পড়েনি। হঠাৎ চট্টগ্রামগামী ট্রেনটি এসে পড়লে লাইনে কাটা পড়ে ইব্রাহিম ঘটনাস্থলে মারা যাযন। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট