চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. সালাউদ্দিন (৩৭) ওই ইউনিয়নের টেরিয়াইল গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব রহমতনগর এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, একটি বস্তায় ২টি একনলা বন্দুক ও ৬টি কার্তুজ নিয়ে সালাউদ্দিন ওই এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে যৌথবাহিনীকে খবর দেয়। পরে যৌথবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট