খাগড়াছড়ির আলুটিলায় সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাপমারা এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধসে হতাহতের ঘটনা না ঘটলেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, বৃষ্টিপাতের কারণে সড়কের উপর পাহাড় ধসে পড়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি বলেন, সড়ক থেকে মাটি সরানোর জন্য একটি টিম পাঠানো হয়েছে। মাটি সরানো হলেই যানচলাচল স্বাভাবিক হবে।
পূর্বকোণ/এএইচ