চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় মন্দির পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

আনোয়ারা সংবাদদাতা

১০ আগস্ট, ২০২৪ | ১১:১৫ অপরাহ্ণ

শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে বিভিন্ন স্থানে বেড়েছে হামলা, ভাঙচুর, লুটপাট ও ডাকাতির ঘটনা। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে একটি চক্র। সাস্প্রদায়িকতা উসকে দেওয়ার নানা গুজবও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

আনোয়ারাও এমন গুজব ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে মন্দিরসহ ধর্মীয় স্থাপনা রক্ষায় পাহারা দিয়েছে আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 

শনিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর হিন্দু পাড়া কালী মন্দির ও জেলে পাড়া পূজা মন্ডপ পাহারা দিতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী অন্যান্য নেতাকর্মীকে সঙ্গে নিয়ে এ উদ্যোগ নিয়েছেন।

 

এ সময় বিএনপি নেতা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নঈম উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিক, ইঞ্জিনিয়ার নেজাম, শহিদুল্লাহ ফরহাদ, তারেক, নিজাম উদ্দিন, ইমন শাহ, ইলিয়াছ, উজ্জল বসু, জসিম উদ্দিন, মনির উদ্দিন সেন্টু, হেলাল উদ্দিন, আবদুল মালেক, মো. জহির, ফরহাদসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ইকবাল হায়দার চৌধুরী বলেন, উপজেলায় কোনো ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও কোনো মন্দিরে যাতে কেউ অগ্নিসংযোগ করতে না পারে, সে দিক লক্ষ্য রেখে সবাইকে কাজ করতে হবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট