নিজস্ব প্রতিবেদক
৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩০ পূর্বাহ্ণ
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ওসমান গণি (২০) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি জানান, কক্সবাজার থেকে আগত অগ্নিদগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওসমান গণি নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার ৬০ শতাংশ বার্ন ছিল। পাশাপাশি আগুনে তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, বাকি ৯ জনের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে বাকিদের অবস্থাও তেমন ভালো না। সকলের ৬০-৯০ ভাগ বার্ন রয়েছে। পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় ১২ জেলে। ছয় নম্বর ঘাটে নোঙর করা এফবি লাকি নামের ট্রলারটিতে ১৮ জন জেলে ছিলেন।
পূর্বকোণ/পিআর/এসি
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
যোহর শুরু | ১২ঃ০৭ |
আসর শুরু | ৪ঃ১০ |
মাগরিব শুরু | ০৫ঃ৫৩ |
এশা শুরু | ৭ঃ০৪ |
আগামীকাল | |
ফজর শুরু | ৫ঃ০৯ |
সুর্যোদয় | ৬ঃ২৬ |
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।