বান্দরবানের লামা পৌরসভায় বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আরাফ নামে ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৬টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুর মৃত্যু নিশ্চিত করেন।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাগলখাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফ ওই পৌরসভার ছাগলখাইয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. মাসুদের ছেলে।
শিশুর দাদা ফজলুল হক বলেন, আমার ছেলের বউ চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আরাফকে কাপড়চোপড় পরিয়ে তার মা প্রস্তুতি নেয়ার ঠিক এই সময়ের মধ্যেই সবার অগোচরে সে খেলতে খেলতে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। আরাফকে না দেখে তার মা খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে তাকে পুকুরে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, শিশুটির পরিবারের কারো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনকাপনের জন্য বলা হয়েছে। বাদ এশা শিশুর দাফন সম্পন্ন করা হয়।
পূর্বকোণ/রফিক/জেইউ/পারভেজ