চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

উল্টো পথে গাড়ি চলাচল করায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড হাটহাজারীতে

হাটহাজারী সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়েজিয়া বাজারে উল্টো পথে গাড়ি চলাচল করে যানজট সৃষ্টির অভিযোগে ৮ মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

 

তিনি জানান, উল্টো পথে চলাচল করে যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটার পরিবেশ সৃষ্টি করার অপরাধে ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেট কার ও ১টি পিকআপ ড্রাইভারকে ১৮টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুরুল আলম, মেখল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট