চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৩ | ৭:১৩ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মো. আলী তৌহিন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার ৩ বন্ধুকে উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচ কর্মীরা।

 

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে। বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মীর দলনেতা মাহাবুব আলম।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে সমুদ্রের পানিতে ভেসে যায় ৪ বন্ধু। এর মধ্যে ৩ জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে তৌহিন। ১৫ বছর বয়সী তৌহিন কক্সবাজার শহরের ৩ নম্বর ওয়ার্ড নুর পাড়া এলাকার মো. হোসেনের ছেলে।

বিচ কর্মী ও লাইফগার্ডরা জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ তৌহিনকে উদ্ধার করা যায়নি। তবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং উদ্ধার ৩ জন আসেক নুর, মেহরাফ উদ্দীন ও ফাহমাদ ইসলাম সুস্থ রয়েছে বলে জানান।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট