চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে ২০ কোটি টাকার আইস উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১০ জুলাই, ২০২৩ | ৬:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার (১০ জুলাই) ভোরে উপজেলার সীমান্তবর্তী নাইট্যংপাড়া বরফ কল এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তের নাইট্যংপাড়া বরফ কল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস) জব্দ করা হয়। জব্দকৃত আইসের আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকার বেশি।

 

পূর্বকোণ/কাশেম/জইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট