চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরসার শীর্ষ সন্ত্রাসী নিহত

উখিয়া সংবাদদাতা

১০ জুলাই, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি হুসেন মাঝি নিহত হয়েছে।

 

সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে উখিয়া ১৭ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার করা হয়।

 

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে ১৭ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলা আসামি হুসেন মাঝি নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়েছে। অভিযান চলমান আছে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট