চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই, ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থানার অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর বাদশা ওরফে ননা মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার নূর বাদশা ওরফে ননা মিয়া ফটিকছড়ি থানার বেতুয়ারখীল এলাকার অলি আহমদের ছেলে।

শনিবার (৮ জুলাই) নগরীর খুলশী থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি জানান, অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাতক আসামি নূর বাদশা ওরফে ননা মিয়াকে ২০ বছর পর খুলশী থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট