চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় অস্ত্র-গুলিসহ দুই কারবারি গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৯ জুলাই, ২০২৩ | ১২:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ানশুটার সিঙ্গেল ব্যারেল গান, ১টি ওয়ান শুটার থ্রিকোয়ার্টার গান, ৬ রাউন্ড এমজি বুলেট, ৫ রাউন্ড ১২ বোর কার্তুজ, ২টি বাটন মোবাইল ফোন ও ৩টি সিম কার্ড জব্দ করা হয়।

 

শনিবার (৮ জুলাই) উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া ডাবল ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো, পেকুয়ার বামুলাপাড়ার গোলাম কাদেরের ছেলে মো. রিদোয়ান (৩২), একই এলাকার মৃত সেলিমের ছেলে মো. সোহেল মিয়া(২৩)।

 

রবিবার (৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

 

র‌্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, মাদক বিকিকিনির সময় অস্ত্র রাখতো কারবারিরা। তাদের কাছে অস্ত্র বিক্রি করতো বলে ধৃতরা প্রাথমিক স্বীকারোক্তিতে এ কথা জানিয়েছে।

 

পেকুয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, অস্ত্রসহ গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট