চট্টগ্রাম সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাঠের স্তূপে হঠাৎ আগুন

মহেশখালী সংবাদদাতা

৮ জুলাই, ২০২৩ | ৩:১২ অপরাহ্ণ

মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ এলাকায় কাঠেরে স্তূপে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তূপে আগুন লাগে। এ সময় প্রকল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আগুন নিয়ন্ত্রণ আনতে কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম ও ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানা গেছে। আজ বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিস।

 

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন পূর্বকোণকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, কিছু অব্যবহারযোগ্য কাঠে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। কিছুক্ষণের মধ্যে আগুনে নিয়ন্ত্রণে আসবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট