জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বান্দরবানের লামা পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় লামা টাউনহল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।
এসময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা পৌর এলাকায় ৮টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন।
লামা পৌর আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসাবে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল কান্তি দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মার্মা, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।
পূর্বকোণ/পিআর/এএইচ