যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা।
এদিকে, যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃহস্পতিবার দুপুরে বাঁশখালী যুব মহিলা লীগের সভাপতি রাওকাতুন নূর চৌধুরী প্রিয়েতার নেতৃত্বে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা নিবেদন করেন বাঁশখালী উপজেলা।
পূর্বকোণ/আরআর/এএইচ