চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

কক্সবাজার থেকে উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ৭১ যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৫ | ২:৫১ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটিতে ৭১ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বেলা আড়াইটার দিকে জানান, উড়োজাহাজটি মাত্র ঢাকায় অবতরণ করেছে । একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন।

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট