চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

তিন দিনের নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

অনলাইন ডেস্ক

১ আগস্ট, ২০২৩ | ১১:৫১ অপরাহ্ণ

তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৮ আগস্ট সমাবেশ ও মিছিল এবং ৯ আগস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতা ড. ইউসুফ সেলিমের মুক্তির দাবিতে ৫ আগস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে।

 

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর পল্টনে ভাসানী অনুসারী পরিষদের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই কর্মসূচি গৃহীত হয়।

 

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট সাতটি দল নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। দলগুলো হল-জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

 

পরবর্তীতে গণতন্ত্র মঞ্চ থেকে গণঅধিকার পরিষদ বেরিয়ে গেলে এটি ছয় দলীয় জোটে পরিণত হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট