ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের রাউজানের মুহাম্মদ সালামত আলী (৬৫) নামে এক প্রবাসী। তিনি কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সৈয়দ গাজী শাহার বাড়ির মরহুম গাজী বজল আহমদের মেঝ সন্তান।
নিহতের ভাগিনা ওমান প্রবাসী মোজাম্মেল হোসাইন বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩০-৩৫ বছর ধরে ওমানে ছিলেন মামা সালামত আলী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওমানের আল আমরাত সুক বাজার এলাকায় তিনি অন্যস্থানে যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি গাড়ি তাকে মেরে দেয়। গুরুতর অবস্থায় তাকে সেদেশের কুরমে নামের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মারা যান বলে খবর পাই আমরা।
জানা যায়, সালামত আলী প্রায় ৪০ বছর প্রবাসে কাটান। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ