কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল ইসলাম দিদারকে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে । রবিবার ( ১৮ মে) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে দিদারুল ইসলাম দিদার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সালাউদ্দিন মাঝি ও তার ছেলে কথিত যুবলীগ নেতা মোহাম্মদ সোহাগ উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছেন। এই ষড়যন্ত্রের নেপথ্যে থেকে তারা আমাকেও আমার পরিবারকে হয়রানি করে যাচ্ছে। আমার বিরুদ্ধে ইতোমধ্যে ২০টিরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার ফলে আমার ব্যবসা, সামাজিক অবস্থান ও পারিবারিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসময় তিনি গত ৫ মে পাঁচলাইশ থানায় দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলায় সালাউদ্দিন মাঝি ও তার ছেলে ১৩ ও ১৪ নম্বর আসামি হলেও এখনও গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন। তিনি বলেন, মামলায় আমাদের অফিসের কর্মচারীরাও তাদের হয়রানি থেকে বাদ পড়েনি। এমনকি সালাউদ্দিন মাঝির কারখানার এক মহিলা কর্মীর মেয়েকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলাও দায়ের করে। পরে আদালত মামলাটিকে ভিত্তিহীন ঘোষণা করে জামিন দেন এবং বাদিনীকেও মুচলেকায় মুক্তি দেন।
সংবাদ সম্মেলনে মো. আজগর, ছোটন মিয়া, ব্যবসায়ী মোহাম্মদ আহসান খালেদ, মো. জাহাঙ্গীর, ব্যবসায়ী হারুন উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর