চট্টগ্রাম নগরীর ইপিজেডের কাছে আকমল আলী বেড়িবাঁধ এলাকায় সাগরে গোসল করতে নেমে শিহাব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে।
শিহাব কক্সবাজারের উখিয়া এলাকার শিপনের ছেলে। থাকতেন মাদ্রাজি শাহ্ রোডের আবুল খায়ের বিল্ডিংয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে তিন বন্ধু মিলে বেড়িবাঁধ এলাকায় সাগরে গোসল করতে যান। পানিতে নামার কিছুক্ষণ পর এক বন্ধু স্রোতের টানে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে বাকি দুজন চিৎকার শুরু করে।
ফায়ার সার্ভিসের মোবিওলাইজিং অফিসার মো. ইসমাইল হোসেন পূর্বকোণকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। দুইজনকে জীবিত উদ্ধার করা গেলেও তলিয়ে যাওয়া শিহাবকে মৃত অবস্থায় পানির মধ্যে পাওয়া যায়।
পূর্বকোণ/পিআর/পারভেজ