পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো হজ প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (১৭ মে) সকালে নগরীর রিয়াজউদ্দীন বাজারের স্টেশন রোড়ে এশিয়ান এস আর হোটেলে এই কর্মশালার আয়োজন করে এম.এইচ হজ গ্রুপ।
কর্মশালায় সভাপতিত্ব করেন এম.এইচ হজ গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব মঈন উদ্দিন হাসান। তিনি আগত হজযাত্রীদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন।
তিনি বলেন, আল্লাহর মেহমানদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের হজযাত্রা যেন সহজ ও নির্ভুল হয়, সেজন্যই আমাদের এই প্রশিক্ষণের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুক। বিশেষ আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, সাউর্দান ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস বিভাগের লেকচারার মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন মাহবুব, চকবাজার মিসকিন শাহ (রাহ.) মাজার মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দীন, আল সফর হজ্ব কাফেলার স্বত্বাধিকারী মাওলানা শাহ আলম। তারা হজের বিভিন্ন আরকান-আহকাম, সফরের নিয়মাবলী এবং স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ব্যবসায়ী খুরশিদ মোস্তফা, ইসহাক মিঞা, পল্লী চিকিৎসক নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন ভেজা এডভার্টাইজিং ফার্মের এমডি কাজী মোহাম্মদ সাঈদ, এমএইচ হজ্ব গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ইখতিখার উদ্দিন রিখন, জিএম শহীদুল ইসলাম আহাদ, প্রধান হিসাবরক্ষক কামরুল হাসান, চীপ রিজার্ভেশন অফিসার তামজিদুল ইসলাম, ডেপুটি রিজার্ভেশন অফিসার মোহাম্মদ রায়হানুল হাসান, এক্সিকিউটিভ অফিসার আবু নুর মোহাম্মদ সাকিব, ইমন প্রমুখ। -বিজ্ঞপ্তি
পূর্বকোণ/ইবনুর