চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও রোগ ব্যবস্থাপনার নতুন কৌশল নিয়ে বিজ্ঞানভিত্তিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক চিকিৎসক পরস্পরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন। সেমিনারে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি ব্যবহারের ওপর জোর দেন বিশেষজ্ঞরা। যা দেশের শীর্ষ কার্ডিয়াক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও গবেষণার আলোকে হৃদরোগের জটিলতা নিরসনে নতুন দিশা দেখাবে বলে আশা অংশগ্রহণকারীদের।
শুক্রবার (১৬ মে) নগরের রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত এই ‘কার্ডিয়াক ইন্টারভেনশন বেসিকস এন্ড বিয়ন্ড’ শীর্ষক সিম্পোজিয়ামে হৃদরোগের আধুনিক ইন্টারভেনশন পদ্ধতি এবং রোগী ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) আয়োজনে অনুষ্ঠিত এ বৈজ্ঞানিক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড হাসপাতালের সিনিয়র কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. কায়সার নাসরুল্লাহ খান।
সভাপতির বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও সিএসআইসির সভাপতি ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী। এছাড়াও চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ নূর উদ্দিন তারেক, ডা. আনিসুল আওয়াল, ডা. কাজী শামীম আল মামুন, ডা. মুহাম্মদ খোরশেদ আলম, ডা. মো. সায়েফ উদ্দিন সোহাগ, ডা. ইকবাল মাহমুদ, ডা. আজিজুর রহমান মজুমদার ও ডা. সোহেল সিদ্দিকীসহ আরও অনেকে অংশ নেন। এছাড়া গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
বিশেষজ্ঞ প্যানেল স্পিকার ছিলেন অধ্যাপক ডা. শেখ মো. হাসান মামুন, ডা. মো. আবু তারেক ইকবাল, ডা. এম. এ. রউফ, ডা. আশিষ দে, ডা. মো. আব্দুল মুততালিব, ডা. নুরুদ্দিন জাহাঙ্গীর, ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ, ডা. বিপ্লব ভট্টাচার্য ও এস এম ইফতেখারুল ইসলাম।
সিম্পোজিয়ামে আলোচিত বিষয়সমূহের মধ্যে ছিল কার্ডিয়াক কেথেটারাইজেশন, স্টেন্টিং পদ্ধতি, এঞ্জিওপ্লাস্টির আধুনিক প্রযুক্তি এবং রোগীর ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে চিকিৎসার কৌশল নির্ধারণ।
বিশেষজ্ঞরা বলেন, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি এবং উন্নত রোগ ব্যবস্থাপনা পদ্ধতি হৃদরোগীদের জীবনমান উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
পূর্বকোণ/আরআর