চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার

চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৫ | ৭:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক কেএনএফ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম লাল পেলেং কিং বম। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কারাগারের কর্ণফুলী ১৫ নম্বর ওয়ার্ডে বন্দী ছিলেন লাল প্লে বম। আজ সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠে চিৎকার শুরু করেন তিনি। তার হাত-পায়ে খিঁচুনি এসে যায়। এ সময় দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ এপ্রিল লাল প্লে বম গ্রেপ্তার হন। একই বছরের ২৬ জুন বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি অপহরণসহ চারটি মামলা রয়েছে। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট