চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের ধর্মঘট, কনটেইনার পরিবহনে অচলাবস্থা

চট্টগ্রামে প্রাইম মুভার শ্রমিকদের ধর্মঘট, কনটেইনার পরিবহনে অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৫ | ২:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ডাকে ১২ ঘণ্টার ধর্মঘট চলছে। এতে চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে।

 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন তারা।

কর্মবিরতির ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর মধ্যে আমদানি ও রপ্তানি কন্টেইনার পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি ডিপো মালিকরা।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির জানান, গত মঙ্গলবার আমাদের ইউনিয়নের সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবিতে এ ধর্মঘট চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট