চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, চবি

২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৭ অপরাহ্ণ

অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত সমাবর্তন। আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন।  সমাবর্তন উপলক্ষে আগামী ১৫ মার্চ  থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১টি উপ-কমিটি ও একটি কোর-কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই সমাবর্তনের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,  সকালে চবি উপাচার্যের অফিস কক্ষে ৫ম সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং সঞ্চালনা করেন সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর এবং অন্যান্য দায়িত্বশীল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/জুনাইদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট