চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

‘ইসলাম কায়েমে ইমাম-খতিবদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০০ অপরাহ্ণ

বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য মসজিদের ইমাম খতিবগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন।

 

বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাংলাদেশ মসজিদ মিশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

 

মাওলানা যাইনুল আবেদীন বলেন, যুগে যুগে নবী রাসুলগণ পরিক্ষার সম্মুখীন হয়েছেন। দ্বীনি আন্দোলন করতে গিয়ে ওলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরী। তাদেরকে নবী রাসুলদের সেই গুরু দায়িত্ব পালন করতে হবে। আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে সে আদলে গড়তে হবে। আমাদেরকে বেশি বেশি ইলমে দ্বীন চর্চা করতে হবে। আগামী নির্বাচনে কুরআনের পক্ষে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, মসজিদ হলো ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান। মসজিদের খতিব সাহেবের বক্তব্যে সব শ্রেণি-পেশার মানুষসহ সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ শুনে থাকেন। সমাজকে পরিবর্তন করতে হলে মসজিদে ভূমিকার বিকল্প নেই। এক্ষেত্রে মসজিদের খতিবরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান যেন আইনশৃঙ্খলা কমিটিসহ সকল কমিটি গঠন করার ক্ষেত্রে মসজিদের খতিব এবং ইমামদের অন্তর্ভুক্ত করেন। মসজিদ কেন্দ্রিক গণশিক্ষা কার্যক্রম যেন আরো গতিশীল হয় সেজন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

 

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, ১৯৭৩ সালে ২৫ নভেম্বর বাংলাদেশ মসজিদ মিশন দেশের কঠিন ক্রান্তিকালে প্রতিষ্ঠিত হয়। যখন ইসলাম এবং ইসলামী আন্দোলনের চরম দুর্দিন ছিল। আলেম ওলামাদেরকে হেয় প্রতিপন্ন করা হতো, সকলের কণ্ঠকে স্তব্ধ করা হয়েছিল। ইমাম ও খতিবগণ যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা মসজিদ এলাকায় কোন সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা থাকবে না, তাহলে কারো সাহস নাই এগুলো চর্চা করার। এজন্য কুরআনকে বুকে নিয়ে সমাজ উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

 

বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ছলীমুল্লাহ হাবিবী ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন মাহবুবের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা এ বি এম ছিদ্দিকুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশনের সাবেক সভাপতি মাওলানা মামুনুর রশীদ নূরী, চট্টগ্রাম কলেজ মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

 

সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ বি এম মফিজুর রহমান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট