চট্টগ্রাম নগীর চান্দগাঁও থানাধীন বাহিরসিগন্যাল বড়ুয়া পাড়া এলাকায় বৌদ্ধ মন্দির সংলগ্ন ‘নবরত্ন’ নামের একটি ৬ তলা ভবন হেলে পড়েছে।
বুধবার (৫ জুন) বিষয়টি দৃশ্যমান হলে ঘটনা জানাজানি হয়।
ভবনটির পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা প্রবাসী ইঞ্জিনিয়ার সুমন বড়ুয়ার আত্মীয় টিংকু বড়ুয়া বলেন, এটি গত এক মাস আগে একটু হেলে পড়ায় বুঝতে পেরে আমরা ওই ভবনের মালিকদের লিখিতভাবে তা জানিয়েছি। তারা বিষয়টি তাদের কনসালটেন্টের সাথে কথা বলে সমাধান করবে বলেও কিছুই করেননি। আজ দেখলাম এটি প্রায় উপরের অংশে দেড় ফুটের মত হেলে পড়ে আমাদের ভবনের সাথে লেগে গেছে। আমরা এটি সিডিএ’র কাছে লিখিতভাবে জানাব।
তিনি আরও বলেন, ওই ভবনের মালিকরা বুঝতে পেরে তা গোপন করে বিক্রি করার চেষ্টা করেছিল। কিন্তু ঘটনা জানাজানি হওয়ায় বিক্রি করতে পারেননি।
এ ব্যাপারে কালুরঘাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বাহার জানান, এই নিয়ে এলাকাবাসীর তরফ থেকে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আমরা পরিদর্শনে যাবো । এ বিষয়ে বাড়ির মালিককে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি।
পূর্বকোণ/পিআর/পারভেজ