চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ এলাকায় ‘স্পিকার কাউন্সিল বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের অফিসে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা ঘটনাস্থল পরিদর্শনের পর চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানির পরিচালক ইমরান আহমেদ পূর্বকোণকে জানান, ১৬ ডিসেম্বর ভোরে প্রতিষ্ঠানের অফিসের পেছনর গ্রিল কেটে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা ব্যক্তিরা অফিসের গ্রিল কেটে ল্যাপটপ, ক্যামেরা, মোবাইল ও নগদ টাকাসহ আনুমানিক ৯ লাখ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আমাদের প্রতিষ্ঠানটি মূলত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল পার্টনার। এ ঘটনা থানায় লিখিতভাবে অবহিত করার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ