সৎমাকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেনকে (৫১) ২৫ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৭। বেলাল হোসেন ফটিকছড়ির ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন বায়োজিদের রৌফাবাদ এলাকায় অবস্থান করছিল- এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২৫ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ