
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ড্যাম এলাকায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
তাহমিনা আক্তার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত মো. শফিকুল আলমকে এক মামলায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ করা আমাদের অগ্রাধিকার। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
পূর্বকোণ/পারভেজ