
বান্দরবানের থানচিতে মায়ানমার সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়ার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯), ও লিটক্রে পাড়ার রুইহং ম্রো (৬০)।
আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বলিপাড়া জোন উপ-অধিনায়ক এডি- মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মায়ানমার সীমান্তে বড় মদক অঞ্চলে গত শুক্র ও শনিবার দুদিনব্যাপী অভিযান পরিচালনা করে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এমুনিশন- ৩০ রাউন্ড, গ্রেনেড- ১টি, ম্যাগজিন- ১টি, দেশীয় পিস্তল- ১টি, মর্টারের গোলার বক্স-০১ টি, গাদা বন্দুক ০২ টি, মোবাইল- ২টি এবং একটি চেক বই (কৃষি ব্যাংক)- উদ্ধার করা হয়। পাবর্ত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে যৌথবাহিনী। বর্তমানে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ত্ব ও নিরাপত্তার সার্থে ভবিষ্যতেও তা চলমান থাকবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, মায়ানমার সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান ও পাচার বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে। তাই তাদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুইজন ছাড়া আরও অনেক থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ