
চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজের তিনদিন পর মৎস্য খামার থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমাদার পাড়ার মেডিখোলা এলাকার একটি মৎস্য খামারে পানি থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
নিহত মনির আহমদ (৭৮) উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জমাদার পাড়া এলাকার মৃত আলী মিঞার ছেলে।
বৃদ্ধের নাতনী জামাই বেলাল উদ্দিন জানান, গত ১৫ অক্টোবর বিকালে ঘর থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাইনি। শনিবার প্রায় সন্ধ্যার দিকে জমাদার পাড়ার পশ্চিমে মেডিখোলা এলাকার একটি মৎস্য খামারে এক লোকের লাশ পানিতে ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দাদার লাশ শনাক্ত করি। আমার দাদার সাথে কারও কোন দ্বন্দ্ব ছিল না। তাই তার মৃত্যুর ব্যাপারে কাউকে সন্দেহ করা যাচ্ছে না।
সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে মনির আহমদ মৎস্য খামারের পাড়ে অসতর্ক অবস্থায় হাঁটতে গেলে হঠাৎ পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। লাশ পঁচে গন্ধ বের হচ্ছে। বিষয়টি থানাকে জানালে পুলিশের উপস্থিতিতে পানি থেকে লাশ তোলা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই বৃদ্ধের মেয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ