চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‍্যাবের হাতে ডাকাত সর্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৫ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামে ডাকাতি মামলার আসামি ডাকাত সর্দার নিরঞ্জন দাসকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার নিরঞ্জান দাস সন্দ্বীপ থানার সারিকাইভ এলাকার প্রফুল্ল কুমার দাসের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ১টায় সাতীকুণ্ড থানা এলাকার দক্ষিণ ঈদিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গতকাল দুপুরে সাতীকুণ্ড থানা এলাকার দক্ষিণ ঈদিলপুর এলাকা থেকে ডাকাত সর্দার নিরঞ্জন দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট