
চট্টগ্রামের মিরসরাই এবং জোরারগঞ্জে অভিযান চালিয়ে হত্যা, চুরি, মাদক, জুয়া, ডাকাতি ও মারামারি মামলার ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ।
গ্রেপ্তাররা হলেন- আলমগীর হোসেন (৩৩) মো. একরামুল হক (২৮), কামরুল হাসান প্রকাশ বাপ্পি (৩৬), নুর উদ্দিন প্রকাশ সেলিম (৪০), মঞ্জরুল হক রানা (৩৪), স্বপন কুমার দাস (৫০), দেলোয়ার হোসেন (৫৮), শাহাদাত মামুন (৪৮), নুরুল ইসলাম মনাই (৫৫), মো. রফিকুল ইসলাম (৫২), আবুল কালাম (৪৮), আবু তাহের (৬০), বাচ্চু মিয়া (৫৬), শরীফুল ইসলাম (২৪), মো. সুমন (২৫), মো. আইনুল ইসলাম (২৩), মো. দিদার হোসেন (১৯), মো. দিদার হোসেন (২৯)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, মারামারি ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মিরসরাই থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলা, চুরি, মাদক ও জুয়া মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ