চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

অটোরিকশায় পাচার হচ্ছিল মদ, টেকনাফ থেকে আটক ৪
মদসহ আটক চার পাচারকারী

অটোরিকশায় পাচার হচ্ছিল মদ, টেকনাফ থেকে আটক ৪

টেকনাফ সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৫ | ১১:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মদসহ চার পাচারকারীকে আটক করেছে বিজিবি। পাচারে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

শুক্রবার ( ১৭ অক্টোবর) উপজেলার লম্বরী ও তুলাতলী ঘাটে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।

 

আটক নুরুল আমিন উপজেলার মনখালী চাকমাপাড়ার আব্দুল মজিদের ছেলে , শফিকুল হ্নীলা ১ নম্বর ওয়ার্ড নুর আহমদের ছেলে, আক্তার হোসেন (৩০) সাবরাং ৪ নম্বর ওয়ার্ড মন্ডলপাড়ার মো. কালুর ছেলে ও মো. সোহেল (২৯) ২ নম্বর ওয়ার্ড করাচিপাড়ার আবুল হোসেনের ছেলে ।

 

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অটোরিকশায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট