
টেকনাফ পৌরসভায় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা ও দুইজন আশ্রয়দাতাকে আটক করেছে র্যাব-১৫। সোমবার (৬ অক্টোবর) গভীর রাতে পৌরসভার কায়ুকখালী পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ওইসব রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের আটক করা হয়।
আটক আশ্রয়দাতারা হলেন- টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা মৃত ওমর হামজার ছেলে আব্দুল্লাহ (২৭) ও একই এলাকার মৃত হাসান শরীফের ছেলে মো. ফয়াজ (৬৫)।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ.ম. ফারুক।
তিনি বলেন, কিছু রোহিঙ্গা শরণার্থী অবৈধভাবে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে বসবাস করার খবর পেয়ে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা হিসেবে আব্দুল্লাহ ম্যানশনের মালিক ও কেয়ারটেকারকে আটক করা হয়। আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ