চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

মেয়ের মুখ দেখা হল না রাউজান প্রবাসীর
মুহাম্মদ মনসুর

আমিরাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

মেয়ের মুখ দেখা হল না রাউজান প্রবাসীর

রাউজান সংবাদদাতা

২ জুলাই, ২০২৫ | ১০:৪০ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মনসুর (৩২) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের উত্তর গশ্চি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মুহাম্মদ সালেহ আহমদ।

 

গতকাল সোমবার (১ জুলাই) সন্ধ্যায় কর্মস্থল থেকে মাইক্রোবাসযোগে ফেরার পথে মুহাম্মদ মনসুরের গাড়িটি অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন।

 

প্রবাসে কর্মরত একই এলাকার সাজ্জাদ আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মুহাম্মদ মনসুর প্রায় তিন বছর আগে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। প্রবাসে থাকাকালীন তার একটি কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একবারের জন্যও মেয়ের মুখ দেখা হয়নি তার।

 

ছয় ভাই ও তিন বোনের মধ্যে পঞ্চম ছিলেন মনসুর। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকার মানুষের মাঝেও গভীর শোক বিরাজ করছে।

 

বর্তমানে তার মরদেহ আল আইনের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রবাসে অবস্থানরত স্বজনরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট