চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

ঈদগাঁওতে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
খাল থেকে উদ্ধার মাদ্রাসাছাত্র ইব্রাহিম (৭)

ঈদগাঁওতে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ঈদগাঁও সংবাদদাতা

১৫ জুন, ২০২৫ | ৭:৪০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে খাল থেকে ইব্রাহিম (৭) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (১৫ জুন) সকাল ১১টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী বাংলা বাজার সংলগ্ন ঈদগাঁও খাল থেকে তাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার ইব্রাহিম একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার আলী হোসাইনের ছেলে। স্থানীয় হোসাইনিয়া ইসলামিয়া নূরানী মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

 

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাহ উদ্দীন বলেন, গতকাল শনিবার বিকেলে খেলতে গিয়ে ঈদগাঁও খালে পড়ে যায় ইব্রাহিম। খোঁজাখুঁজির পর আজ রবিবার সকালে প্রায় চার কিলোমিটার ভাটিতে গোমাতলী বাংলাবাজার সংলগ্ন খালে তার মরদেহ পাওয়া যায়।

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট