চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে পিকআপভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

সীতাকুণ্ডে পিকআপভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত ২

সীতাকুণ্ড সংবাদদাতা

১৫ মে, ২০২৫ | ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় পিকআপভ্যান চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই পথচারীর গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বৃদ্ধ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, সকালে বৃদ্ধ আবুল হোসেনসহ তিন পথচারী হেঁটে ছোট দারগারোহাট বাজারের দিকে যাচ্ছিলেন। কিছু দূর হাঁটার পর তিনজনই রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন। এতে পিকআপভ্যানের চাপায় আবুল হোসেনসহ তিন পথচারী গুরুতর আহত হয়। পরি স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়ক থেকে পিকআপভ্যানটি আটক করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট