চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে ৯ জনের চাকরি
উত্তীর্ণ নবাগত পুলিশ সদস্যvf

খরচ মাত্র ১২০ টাকা

তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে ৯ জনের চাকরি

খাগড়াছড়ি সংবাদদাতা

১৫ মে, ২০২৫ | ১২:০০ পূর্বাহ্ণ

কোন প্রকার তদবির ও উৎকোচ ছাড়াই কেবল শারীরিক ও মেধা যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা (অনিবার্য খরচে) খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী চাকরি পেয়েছেন।

বুধবার (১৪ মে) মৌখিক পরীক্ষা শেষে বিকেলে পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

 

বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত “ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল” পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩১ জন। তাদের মধ্যে ৯ জন উত্তীর্ণ হয়। আপেক্ষমান রয়েছে ৩ জন। উত্তীর্ণদের মাঝে ৭ জনই দিন মজুর ও অটোরিকশা চালক বলে জানা গেছে।

 

উত্তীর্ণ নবাগত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় বলেন, শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এ জায়গায় এসেছেন। আশা করি আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ায় অবদান রাখবেন।

 

এ সময় নবাগত পুলিশ সদস্যরা জানান, আমরা কোন প্রকার তদবির ছাড়াই চাকরি পেয়েছি। পুলিশ সুপারসহ যারা নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলের প্রতি তারা কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, খাগড়াছড়িতে ৯টি পুলিশ কনস্টেবল পদের জন্য ৪ শতাধিক প্রার্থী আবেদন করেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট