কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন স্ত্রী। নিহতের নাম রেহেনা বেগম (২৯)। তিনি ঘাতক নুরুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের নিজ শেডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেহেনা দীর্ঘদিন ধরে এক প্রতিবেশী পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায়। তা স্বামী নুরুল ইসলামের সন্দেহ ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। রাতে বিষয়টি নিয়ে তীব্র বাকবিতণ্ডার একপর্যায়ে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রীর বুক ও পেটে ছুরি চালায়। এতে ঘটনাস্থলেই রেহেনার মৃত্যু ঘটে।
খবর পেয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ক্যাম্প-১৯ এর টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নুরুল ইসলামকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি উদ্ধার করে।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত স্বামী নুরুল ইসলামকে আটক করা হয়েছে।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ