নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ মু. হেলাল (১৮) নামে এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- ১১ বিজিবি।
বুধবার (১৪ মে) সকালে সদর উপজেলার আদর্শগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মু. হেলাল নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, আটক হেলালের কাছ থেকে ৯ হাজার ৪৯০ ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা, নগদ ১ হাজার ৬৫০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের বাজারমূল্য ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা।
আজ বুধবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
তিনি বলেন, আটক হেলাল ও জব্দকৃত মাদকসহ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ