চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় যুবলীগ ক্যাডার আজহার গ্রেপ্তার
মো. আজহার উদ্দীন

সাতকানিয়ায় যুবলীগ ক্যাডার আজহার গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

১৩ মে, ২০২৫ | ৭:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১২ মে) রাত ১২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে।

 

গ্রেপ্তার আজহার উদ্দীন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলানা ছগির শাহ পাড়ার বাসিন্দা মো. আবু তাহেরের ছেলে। এছাড়াও তিনি ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

 

জানা যায়, গ্রেপ্তার মো. আজহার উদ্দীন শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ২০২২ সালে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন। হাসিনা সরকারের শাসনামলে তার বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এলডিপির নেতা-কর্মীদের উপর হামলা, ভোটকেন্দ্র দখল, এলাকায় প্রভাব বিস্তার ও নিজ দলের বিরোধীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি নিজ এলাকায় অবৈধ মাটির ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ছদাহা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজহার উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। গ্রেপ্তার আজহারকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট