টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা গুলি চালিয়ে বাংলাদেশি তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), একই এলাকার রবিউল আলম (২৭) এবং মাহমুদ হোসেন (৩০)।
হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদীতে মাছ শিকারে যাওয়া তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। জেলেরা নাফ নদীতে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায় তারা। এ ঘটনার পর থেকে দুশ্চিন্তায় রয়েছে তিন জেলে পরিবার।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলা এলাকার নাফ নদী থেকে তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ