চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে ক্লুলেস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩, বিপুল অস্ত্র উদ্ধার
অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত

হাটহাজারীতে ক্লুলেস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩, বিপুল অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৫ | ৪:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী ধলই এলাকার একটি বাড়িতে ক্লুলেস ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) ফটিকছড়ি থানাধীন আজাদীবাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হল- মো. রহমত উল্যাহ (২৮), মো. রাশেদ (৪৫) ও মো. আলমগীর।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ পূর্বকোণকে বলেন, গ্রেপ্তারদের হেফাজত থেকে ও দেখানো মতে দুটি হাসুয়া, দুটি চাপাতি, পাঁচটি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে দুইজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে হাটহাজারী থানাধীন ধলই এলাকার একটি বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকা, সোনার গহনা ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। ওই সময় ডাকাতিতে বাধা প্রদান করলে ডাকাতরা বাড়ির একজন ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে আহত করে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট