চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

গরু চুরি প্রতিরোধে খামারিদের সাথে পুলিশের মতবিনিময়

বোয়ালখালী সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৪ | ৭:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে খামার ও গৃহস্থের গরু চুরি প্রতিরোধ বিষয়ে খামারিদের সাথে এক মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমাণ্ডার মেজর রাসেল, লেফটেন্যান্ট আবরার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও উপজেলার গরু খামারিরা। সভায় গরু চুরি রোধে খামারিদের সিসি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত খামারিরা গরু চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানোসহ সড়ক-মহাসড়কের প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানোর অনুরোধ করেন।

ওসি গোলাম সরোয়ার বলেন, অপরাধী শনাক্তে সিসিটিভি ক্যামেরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খামারে অবশ্যই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া সন্দেহজনক কোনো পরিস্থিতির উদ্ভব হলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে পুলিশ মাঠে থাকবে।

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট