চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে মাকে কুপিয়ে হত্যার পর থানায় হাজির যুবক

কক্সবাজার প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২৪ | ৪:০৪ অপরাহ্ণ

কক্সবাজার সদরে ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। মাদকাসক্ত এক ছেলে নিজের মাকে কুপিয়ে হত্যা করেছে। পরে সে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

হত্যাকারীর নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। তার নিহত মায়ের নাম আনোয়ারা বেগম মেরী (৫৫)।

পুলিশ জানায়, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে নির্যাতন করতো। সর্বশেষ গত রাতে টাকা না পেয়ে সে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় ঘরে শুধু আবিদ ও তার মা উপস্থিত ছিল।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, নিহতের মুখ, মাথা এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের পর ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে আবিদ নিজেই থানায় গিয়ে হত্যার ঘটনা জানিয়েছে।

পুলিশ হত্যাকারীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট