চট্টগ্রাম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৩ নভেম্বর, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়েছে। আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে পরিবারগুলোর সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়। ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেন নি। অগ্নিদুর্গত পরিবারগুলো খোলা আকাশের নিচে শীতের মাঝে মানবেতর জীবনযাপন করছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট