চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে সাবেক উপজেলা চেয়ারম্যান রাজু গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২২ নভেম্বর, ২০২৪ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, আলীগ নেতা রাজু ডবলমুরিংয়ের একটি বাসায় অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানায় নিয়ে যাওয়া হয়। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট